দেশজুড়ে

সুনামগঞ্জে দুই শিশুসহ আরও ১৮ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা। যার হাত থেকে রক্ষা পায়নি ৩ ও ৫ বছরের শিশুরাও।

Advertisement

বৃহস্পতিবার সুনামগঞ্জে একদিনে ১৮ শনাক্ত হয়েছেন। যার মধ্যে রয়েছে ৩ ও ৫ বছরের শিশুসহ পুলিশ সদস্য ও একই পরিবারের কয়েকজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে এবং মোট সুস্থ হয়েছেন ৬০ জন।

জানা যায়, বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭০টি নমুনা পরীক্ষা করা হলে ১৮টি পজিটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইনের ৪ জন সদস্য, দোয়ারাবাজার উপজেলার ৪ জন, ছাতক উপজেলার ৬ জন, সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার একজন ও তাহিরপুর উপজেলার একজন রয়েছেন।

অন্যদিকে, সুনামগঞ্জে আক্রান্ত হওয়া ব্যক্তিদের তথ্য থেকে পাওয়া যায় সুনামগঞ্জ সদর উপজেলায় যে দুইজন আক্রান্ত হয়েছেন তাদের দুজনই শিশু এবং তাদের বয়স ৩ ও ৫ বছর, ছাতক উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে একই পরিবারের রয়েছেন ৩ জন ও আরেকটি পরিবারের রয়েছেন ২ জন এবং একজন চিকিৎসক, তাহিরপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন একজন যুবক যার বয়স ১৮ বছর। এছাড়া বাকি আক্রান্তদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য ও অন্যান্যরা বিভিন্ন উপজেলার।

Advertisement

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জাগো নিউজকে বলেন, সুনামগঞ্জে পুলিশ চিকিৎসকসহ নতুন করে ১৮ জন আক্রান্ত হয়েছেন। পুলিশ যারা আক্রান্ত হয়েছেন তাদের পুলিশ লাইন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেয়া হবে এবং বাকিদেরও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে নিয়ে আসা হবে।

মোসাইদ রাহাত/এমএএস/বিএ