রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে সামসুর হুদা (৬৯) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (২৮মে) সন্ধ্যা সোয়া ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Advertisement
মৃত সামসুর হুদা নগরীর গোমস্তাপাড়া এলাকার বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২২ মে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, করোনা ছাড়াও তিনি ডায়াবেটিস, হাইপার টেনশন ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে হাসপাতালে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
হাসপাতালের তিনজনসহ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজনে।
Advertisement
জিতু কবীর/এমএএস/বিএ