দেশজুড়ে

সোনাগাজীতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স নমুনা সংগ্রহ করে তার।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, আটদিন আগে চট্টগ্রাম থেকে জ্বর ও কাশি নিয়ে নিজ এলকায় আসেন ওই যুবক। দিন দিন তার অবস্থা খাবাপ হলে বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। বিকেলেই বিশেষ ব্যবস্থায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি চট্টগ্রামে একটি কারখানায় কর্মরত ছিলেন।

বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকন বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে অসুস্থ। কয়েকদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। চারদিন পর তার মৃত্যু হয়।

ফেনীতে চিকিৎসকসহ এ পর্যন্ত ৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরের ২৯ জন, ছাগলনাইয়ার ১৪ জন, দাগভূঞার ১৯ জন, সোনাগাজীর ১১ জন, ফুলগাজীর পাঁচজন, পরশুরামের সাতজন ও অন্যান্য আরও চারজন। এদের মধ্যে ৫০ জন সুস্থ ও দুইজনের মৃত্যু হয়েছে।

Advertisement

রাশেদুল হাসান/এএম/পিআর