সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শরীফ আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী আসাদ উদ্দিন।
Advertisement
তিনি জানান, করোনায় আক্রান্ত আইনজীবী শরীফ আহমেদ এখন শারীরিকভাবে সুস্থ আছেন। এর আগে তিনি নমুনা দিয়েছিলেন। আজ বিকেলে সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
এর আগে আইনজীবী শরীফ আহমেদ তার নিজের ফেসবুক পোস্টে বলেন, তিনি নিজে এখন পর্যন্ত মানসিক ও শারীরিকভাবে ভালো আছেন। কিন্তু তার স্ত্রী ও দুই সন্তান কিছুটা অসুস্থ। তাই তাদের নিয়ে খুবই চিন্তায় আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শরীফ আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। এরপর বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনের সনদ নিয়ে প্রথমে বিচারিক (নিম্ন) আদালতে এখন হাইকোর্টে নিয়মিত আইনের প্র্যাকটিস করেন।
Advertisement
এর আগে ঢাকা বারের একজন আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া হাইকোর্টের আইনজীবী দম্পতি, অপর আইনজীবী তিতাস হিল্লোল রেমা করোনা থেকে সুস্থ হয়েছেন। এদিকে খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুর রেজ্জাক খান করোনায় আক্রান্ত হয়েছেন।
এফএইচ/এমএসএইচ/পিআর