দেশজুড়ে

ঈদের দিন করোনা নিয়ে ঢাকা থেকে ফরিদপুর, দুইদিন পর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি (৫০) মারা গেছেন। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

Advertisement

মৃত ব্যক্তি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তিন ছেলে ও এক মেয়ের বাবা। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খালেদুর রহমান বলেন, ওই ব্যক্তি ঢাকায় চাকরি করতেন। সোমবার ঈদের দিন রাতে তিনি বাড়িতে আসেন। বাড়ি আসার আগে তিনি ঢাকায় নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যুর পর ঢাকা থেকে আসা প্রতিবেদন থেকে জানা যায় তার করোনা পজিটিভ ছিল।

তিনি বলেন, এ ঘটনার পর ওই ব্যক্তির পরিবারের আরও চার সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা আগামীকাল শুক্রবার (২৯ মে) ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবে পরীক্ষা করা হবে।

Advertisement

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ বলেন, রূপাপাত ইউনিয়নের একটি গ্রামে করোনা পজিটিভ এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ছুটে যাই। সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে ওই গ্রামে তাকে দাফন করা হয়েছে।

ইউএনও আরও বলেন, ওই ব্যক্তি ঢাকা থেকে আসার পর তার সংস্পর্শে এলাকার কার কারা এসেছিলেন তাদের শনাক্ত করে নমুনা পরীক্ষা করা হবে।

এই ব্যক্তিকে নিয়ে এ পর্যন্ত ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো। এর আগে বোয়ালমারী ও ভাঙ্গায় দুই মুক্তিযোদ্ধা এবং আলফাডাঙ্গায় একজনের মৃত্যু হয়।

বি কে সিকদার সজল/এএম/এমকেএইচ

Advertisement