দেশজুড়ে

রাজশাহীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক করোনা আক্রান্ত

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের রাজশাহী শাখার ব্যবস্থাপক ফরিদ মো. শামীমের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। একইসঙ্গে আজ আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে রামেক ল্যাবে।

Advertisement

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৭১টির রিপোর্ট প্রস্তুত হয়েছে। এতে চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এদের মধ্যে একজন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক ফরিদ মো. শামীম। অন্য তিনজনের মধ্যে দুইজন চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং অন্যজন রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, পপুলারের ব্যবস্থাপক অনেক চিকিৎসকের সংস্পর্শে এসেছেন। এটা চিন্তার বিষয়। প্রশাসন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লকডাউন করবে।

Advertisement

রাজশাহী জেলায় সবমিলিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এখানকার ৮ করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। আর করোনা জয় করেছেন ১১ জন। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন রাজশাহীর দুইজন।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমকেএইচ