ফেনীর ফুলগাজীতে লোকালয়ে একটি মেছোবাঘ প্রবেশ করলে স্থানীয়রা সেটি আটক করে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বৈরাগপুর গ্রামে বাঘটি আটকের পর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন স্থানীয়রা। পরে তারা সেটি উদ্ধার করে পার্শ্ববর্তী পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করেন।
Advertisement
স্থানীয়রা জানান, সকালে বৈরাগপুর গ্রামে কহুয়া নদীর পাড়ে এলাকাবাসী মেছোবাঘটি দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের জানায়। খবর পেয়ে সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য মো. আইয়ুব, সফিক, মো. কাহীনসহ স্থানীয়দের সহযোগিতায় বাঘটি আটক করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে সেটি অবমুক্ত করা হয়।
ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মেছোবাঘ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘটি সম্ভবত খাবারের উদ্দেশ্যে লোকালয়ে ঢুকে পড়ে। পরে সেটি অবমুক্ত করা হয়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি একই এলাকায় আরও একটি মেছোবাঘ খাবারের উদ্দেশ্যে লোকালয়ে ঢুকে পড়লে স্থানীয়রা আটক করে। পরে পরশুরাম বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
Advertisement
রাশেদুল হাসান/এফএ/পিআর