গণমাধ্যম

করোনায় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদকের মায়ের মৃত্যু

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফের মা মিনা শহীদ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Advertisement

এ বিষয়ে সাজ্জাদ শরিফ জানান, কোভিড আক্রান্ত রোগীদের জন্য সরকারের নীতিমালা অনুযায়ী তার মায়ের দাফন হবে। হাসপাতাল থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

সাজ্জাদ শরিফ আরও জানান, গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে মিনা শহীদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার কোভিড পজিটিভ ধরা পড়ে। সাজ্জাদ শরিফ জানান, বুধবার রাতে চিকিৎসকেরা তার মাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ডোনার জোগাড় করে পুলিশ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল থেকে প্লাজমা সংগ্রহ প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে তিনি মারা যান।

মিনা শহীদ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে ফরিদ কবির বারডেমের পরিচালক (জনসংযোগ), যিনি একজন কবি। ২০১১ সালে তাদের বাবা মারা যান।

Advertisement

এইচএস/এসএইচএস/পিআর