কৈশোর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এসময় কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। সঠিক জ্ঞানের অভাবে তাদের জীবন ভুলপথে পরিচালিত হতে পারে। বর্তমান আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে তাদের সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা একান্ত প্রয়োজন। ইভটিজিং, বাল্যবিয়ে, মাদকাসক্তিসহ কিশোর-কিশোরীদের বিভিন্ন ইস্যু ও তাদের সুরক্ষা বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার শেরপুরে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে।‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’-এ স্লোগানে ব্র্যাকের এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করে। মেলায় আটটি প্রদর্শনী স্টল ছাড়াও বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আনন্দ আয়োজন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণির মধ্য দিয়ে বিকেলে শেষ হয় এ কিশোর-কিশোরী মেলা।জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ফিতাকেটে মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদিক্ষণ করে। পরে মেলামঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, এডিপি সিনিয়র ম্যানেজার মো. হেদায়েত উল্লাহ, কিশোরী ক্লাবের সদস্য সাদিয়া বেগম, লিলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।হাকিম বাবুল/এমএএস/আরআইপি
Advertisement