কুমিল্লায় প্রাইম ও পূবালী ব্যাংকের দুই গ্রাহকের সাড়ে ১১ লাখ টাকা লুটের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শনাক্ত করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ ছিনতাইকারীর মধ্যে আবু তাহের ও একরাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারসহ জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করেছে।মঙ্গলবার দুপুরে তারা কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে ডিবি পুলিশ অস্ত্র মামলায় আবু তাহের ও সহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে। বিকেলে এসব বিষয় নিশ্চিত করেছেন ডিবির এস.আই শাহ কামাল আকন্দ। এর আগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ আবু তাহের, শহিদুল ইসলাম ও একরাম নামের দুর্ধর্ষ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী আবু তাহের (২২) নগরীর সংরাইশ এলাকার আবুল খায়েরের ছেলে, সহিদুল ইসলাম (২১) কাপ্তান বাজার এলাকার আবদুস ছোবহানের ছেলে ও একরাম (২৮) বজ্রপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রাইম ব্যাংক লিমিটেডের কুমিল্লা মহানগরীর ছাতিপট্টি শাখা হতে শাসনগাছা এলাকার বাদল মিয়া নামের এক ব্যবসায়ী ১০ লাখ টাকা এবং গত রোববার মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোডস্থ পূবালী ব্যাংকের শাখা থেকে আরএফএল কোম্পানির প্রকৌশলী আনোয়ার হোসেন ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে যাওয়ার পথে একইভাবে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়। সর্বশেষ গত সোমবার দুপুরে ওই ছিনতাইকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার পূবালী ব্যাংক শাখার গ্রাহকদের টাকা ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী আবু তাহের ও শহিদুল ইসলামকে আটক করে তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, ১টি ছোড়া ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। এসআই শাহ কামাল আকন্দ জানান, ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাংক গ্রাহকের টাকা লুট, ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে কোতয়ালি ও সদর দক্ষিণ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীরা জিজ্ঞাসাবাদে নগরী ও আশপাশ এলাকায় ব্যাংক ও রাস্তাঘাটে ছিনতাই-ডাকাতির গুরুত্বপূর্ণ তথ্য প্রদানসহ তাদের সহযোগিদের নাম প্রকাশ করেছে। তাদের দেয়া তথ্যমতে সোমবার রাতভর অভিযান চালিয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ একরাম নামের আরো এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তাদের অপর সহযোগিদের গ্রেফতারে ডিবি ও থানা পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।কামাল উদ্দিন/এমএএস/আরআইপি
Advertisement