বিনোদন

১০ নভেম্বর কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু

কলকাতা চলচ্চিত্র উৎসব ১০ নভেম্বর শুরু হতে যাচ্ছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘থিম সং’ গাইবেন নচিকেতা৷ ২০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ ‘উইমেন সাবটেন্স ইন সিনেমা’। এবার উৎসবে নারী পরিচালকদের সিনেমা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।উৎসবে সুচিত্রা সেনকে বিশেষ সম্মান জানানো হবে৷ তার অভিনীত ৭টি ছবি দেখানো হবে উৎসবে৷ কলকাতার নন্দনে শনিবার বিকেলে সাংবাদিকদের এ সব কথা জানান চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপারসন রঞ্জিত মল্লিক৷অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিগ বি অমিতাভ বচ্চন। বিশ্বের ১৩৭টি ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। ৭ দিন ধরে চলবে উৎসব। মোট ১২টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলো। ১০০টি ভারতীয় ছবি স্থান পেয়েছে এবারের উৎসবে। ইতালির পরিচালক এলিসিয়া সার্কোর ছবি ‘ইতালো বারাকো’ ছবিটি দিয়েই শুরু হবে এবারের চলচ্চিত্র উৎসব।

Advertisement