পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টিম গ্রুপের প্রধান অপারেটিং অফিসার (সিওও) আবদুল ওয়াদুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
Advertisement
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল ওয়াদুদ।
এর আগে গত ৫ মে টিম গ্রুপের সিওও ওয়াদুদ এবং তার পরিবারের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়।
জানা গেছে, নিজের গাড়ির চালক থেকে ভাইরাস সংক্রমিত হয়েছিলেন আবদুল ওয়াদুদ। তার পরিবারের সদস্যদের এবং চালককে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
এর মধ্যে মঙ্গলবার করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসায় ওয়াদুদের পরিবারের সদস্যদের এবং চালককে হাসপাতাল থেকে মুক্তি দেয়া হয়।
এসআই/বিএ