বুধবার রাত ১০টার আগে রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ভাষ্য মতে মাত্র ১০ মিনিট ছিল আগুনের স্থায়ীত্বকাল। তবে ১০ মিনিটের এই সর্বনাশা আগুনেই প্রাণ গেছে ৫ জনের ।
Advertisement
রাত সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর রয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন হতাহতের সংখ্যা কম না ।
তিনি বলেন, আইসোলেশন ইউনিটে কে কে ছিল, তাদের কেউ বেঁচে বের হতে পেরেছেন কি না এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে মূল ভবনে আগুন লাগেনি। ফলে হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত রয়েছেন। মূলত জরুরি বিভাগের পাশে করোনা রোগীদের চিকিৎসায় স্থাপিত আইসোলেশন সেন্টারে আগুন লাগে।
Advertisement
জেইউ/এমইউ/এনএফ/বিএ