ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক সাংবাদিকসহ নতুন করে আরও ১৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেলে আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।
Advertisement
আক্রান্ত সাংবাদিক একটি জাতীয় দৈনিক পত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১১৩ জনে দাঁড়িয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ আমরা ৩১৭ জনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এর মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের মধ্যে জেলার কসবা উপজেলার তিনজন, নবীনগরে সাতজন, সরাইলে দুইজন ও সদর উপজেলায় একজন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১৩ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন। আর আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন।
Advertisement
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস