সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী পাঁচ বছরে এক কোটি ২৯ লাখ লোকের কর্মসংস্থান তৈরি করতে চায় সরকার। এ কর্মসংস্থান হবে দেশে ও বিদেশে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদিত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ তথ্য তুলে ধরা হয়েছে।এতে বলা হয়, ২০১৬ সালে কর্মসংস্থান তৈরি করা হবে ২৩ লাখ, ২০১৭ সালে ২৪ লাখ, ২০১৮ সালে ২৬ লাখ, ২০১৯ সালে ২৭ লাখ এবং ২০২০ সালে ২৯ লাখ। এর মধ্যে ২০১৬ সালে দেশে কর্মসংস্থান হবে ১৯ লাখ, আর বিদেশে ৪ লাখ, ২০১৭ সালে বিদেশে কর্মসংস্থান হবে ৪ লাখ, আর দেশে ২০ লাখ, ২০১৮ সালে সরকার দেশে কর্মসংস্থান তৈরি করবে ২২ লাখ, বিদেশে ৪ লাখ, ২০১৯ সালে মোট কর্মংস্থানের ২৩ লাখ দেশে আর ৪ লাখ বিদেশে। আর সর্বশেষ ২০২০ সালে ২৫ লাখ কর্মসংস্থান হবে দেশে। একই সমযে বিদেশে ৪ লাখ কর্মসংস্থান করার কথা বলা হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রতি বছর প্রায় ২০ লাখ লোক কর্মসংস্থানের জন্য আসে। সে হিসেবে ৫ বছরে ১ কোটি লোকের কর্মসংস্থানের উপযোগী হবে। কিন্তু আমরা ২৯ লাখ বেশি লোকের কর্মসংস্থান তৈরি করতে চাই।এসএ/জেডএইচ/আরআইপি
Advertisement