দেশজুড়ে

করোনা জয় করে ১১ দিন পর বাড়ি ফিরলেন পুলিশ সদস্য

 

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও একজন বাড়ি ফিরেছেন। বুধবার (২৭ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় তাকে ছাড়পত্র প্রদান করা হয়।

Advertisement

ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তি হলেন, রংপুর পুলিশ লাইন্সের সদস্য আব্দুল মতিন (৫৪)। আব্দুল মতিন গত ১৭ মে সংকটাপন্ন অবস্থায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ ১১ দিন চিকিৎসার পর বুধবার তাকে ছাড়পত্র দেয়া হয়।

বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাকে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান। এ নিয়ে মোট ৫৩ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।

ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী জানান, আব্দুল মতিনের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পর পর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় বুধবার তাকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

Advertisement

এ নিয়ে মোট ৫৩ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ৩৯ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

জিতু কবীর/এফএ/এমকেএইচ