দেশজুড়ে

সকালে নমুনা সংগ্রহ, দুপুরে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গে খোরশেদ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামে।

Advertisement

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তিনি মঙ্গলবার রাতে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। আজ সকালে তার নমুনা নেয়ার কয়েক ঘণ্টা পর তিনি দুপুরে মারা যান।

স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত নিয়ম অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে বলেও জানান ডা. সুজাউদ্দৌলা রুবেল।

ইকরাম চৌধুরী/এফএ/এমকেএইচ

Advertisement