লক্ষ্মীপুরে এক পরিবারের ৫ জনসহ ৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে কমলনগর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন যুবকের পরিবারের ৫ সদস্য রয়েছেন। অন্যজন রায়পুরে স্বাস্থ্য বিভাগে কর্মরত এক স্টাফ। তার কর্মস্থল ফরিদগঞ্জ হওয়ায় তাকে চাঁদপুরে পাঠানো হয়েছে। এ জেলায় করোনা আক্রান্ত মোট রোগী ১৫৪ জন।
Advertisement
বুধবার (২৭ মে) দুপুরে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে লক্ষ্মীপুরের ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে কমলনগরের একই পরিবারের ৫ জন ও রায়পুরে স্বাস্থ্য বিভাগের এক স্টাফ রয়েছেন। ওই স্টাফকে চাঁদপুরে স্থানান্তর করা হয়েছে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সম্প্রতি উপজেলার চরলরেন্স গ্রামের ২৬ বছর বয়সী এক যুবক গলাব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ২১ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তার সংস্পর্শে আসা পরিবারের ৭ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বুধবার নমুনা পরীক্ষার ফলাফলে ওই পরিবারের ৫ জনের করোনা পজিটিভ আসে। অপর দুইজনের নমুনা সমস্যা থাকায় আবারও সংগ্রহ করে নোবিপ্রবিতে পাঠানোর জন্য বলা হয়েছে।
Advertisement
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু তাহের জানান, আক্রান্ত যুবকের পরিবারের আরও ৫ জনের করোনা পজিটিভ। বাকি দুইজনের নমুনা নতুন করে সংগ্রহ করে পাঠানো হবে। আক্রান্তদের আইসোলেশেন ওয়ার্ডে নিয়ে আসার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলায় এখন পর্যন্ত চিকিৎসকসহ ৪৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় দুইজন মারা গেছেন। মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
কাজল কায়েস/এফএ/এমকেএইচ
Advertisement