আন্তর্জাতিক

ভারতকে ঠেকাতেই পরমাণু অস্ত্র বানাচ্ছে পাকিস্তান

ভারতকে যুদ্ধ শুরু করা থেকে বিরত রাখতেই পাকিস্তান কৌশলগত পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরী। মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর হিন্দুস্তান টাইমস।আইজাজ বলেন, স্নায়ুযুদ্ধের মতবাদের মাধ্যমে ভারত যুদ্ধের জন্য যে বিশাল ব্যবধান সৃষ্টি করছে। আর তা পূরণ করতেই পাকিস্তান কৌশলগত পরমাণু অস্ত্র তৈরি করেছে। পাকিস্তানের স্বল্প মাত্রার, কৌশলগত পরমাণু অস্ত্রগুলোর কারণে ভারতের যুদ্ধ শুরু কঠিন হয়ে পড়বে।তিনি বলেন, আমাদের পরমাণু কর্মসূচি একমাত্রিক : ভারতীয় আগ্রাসন শুরু হওয়ার আগে তা ঠেকানো। এটা যুদ্ধ শুরুর জন্য তৈরি করা হয়নি। এটা শুধুমাত্র ভয় দেখানোর হাতিয়ার।শীর্ষ পর্যায়ের কোনো পাকিস্তানি কর্মকর্তাকে এই প্রথম তাদের পরমাণু কর্মসূচির ব্যাপারে প্রকাশ্যে ব্যাখ্যা দিতে দেখা গেলো। পাকিস্তানের এই কর্মকর্তা আরো বলেন, স্নায়ুযুদ্ধের মতবাদ বাস্তবায়নের লক্ষ্যে ভারত তাদের সেনা ক্যান্টনমেন্টগুলোকে পাকিস্তান সীমান্তের কাছে সরিয়ে নিচ্ছে।আগামী ২২ আক্টোবর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের বৈঠকের কথা রয়েছে। তবে শরিফের এই সফরে কোনো ধরনের পরমাণু চুক্তিতে পাকিস্তান সাক্ষর করবে না বলে জানিয়েছেন আইজাজ চৌধুরী।এসআইএস/আরআইপি

Advertisement