তথ্যপ্রযুক্তি

এপ্রিলের মধ্যে সিম পুনঃনিবন্ধন : তারানা

মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধনে ২০১৬ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের ৯০ দিনের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিসেম্বরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে আগামী এপ্রিল মাসের মধ্যে শেষ করতে হবে। এটি লক্ষ্যহীনভাবে চলতে দেয়া হবে না। নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে জরিমানা গুণতে হবে অপারেটরকে। আর জরিমানা দিতে হবে সিম প্রতি ৫০ ডলার। প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোন অপারেটররা মার্চ পর্যন্ত সময় পাবেন। এপ্রিলেও ছাড় দেয়া হবে। কিন্তু এরপর না হলে জরিমানা প্রযোজ্য হবে। এসএ/এএইচ/আরআইপি

Advertisement