করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার দায়িত্বে থাকা প্রশাসনিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব পদে পরিবর্তন আনতে পারে সরকার। নতুন সচিব আসতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে।
Advertisement
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।
এতে স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্বে থাকা আসাদুল ইসলামকে সরিয়ে দেয়া হতে পারে। তবে তাকে সরিয়ে কোথায় দেয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেতে পারেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান।
Advertisement
বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা আবদুল মান্নান। তিনি চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার থাকার সময় সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব নিয়োগের বিষয়ে পলিসিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি।’
করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর চিকিৎসাব্যবস্থা ও মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা নিয়ে সমলোচনার ঝড় উঠে। এতে বিভিন্ন মহল থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসেবা সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের দাবি উঠে।
নতুন স্বাস্থ্যসেবা সচিব নিয়োগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে বলেন, ‘নতুন সচিব নিয়োগ দিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। জারি হলে আপনারা জানতে পারবেন।’ আরএমএম/জেডএ/পিআর
Advertisement