দেশজুড়ে

ঢাকা থেকে বগুড়ায় গিয়ে করোনায় আক্রান্ত তিনজন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

আক্রান্তদের মধ্যে সদরের ছয়জন, কাহালু, ধুনট, শাজাহানপুর, শিবগঞ্জ ও সোনাতলার একজন করে। সদরের ছয়জনের মধ্যে ঠনঠনিয়ার একজন (ঢাকাফেরত), রহমাননগরের একজন, নাটাইপাড়ার একজন, মালগ্রাম দক্ষিণপাড়ার একজন, নিশিন্দারার একজন ও পালশার একজন।

সোনাতলার চরপাড়ার একজন (ঢাকাফেরত)। শিবগঞ্জের মোকামতলার একজন (ঢাকাফেরত)। ধুনট চিকাশীর একজন। শাজাহানপুর শাকপালার একজন। শজিমেকের নার্স। কাহালু পরীবকুলতলার একজন।

বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মৃত্যু ১জন। এখন চিকিৎসাধীন রয়েছে ১৭৩ জন।

Advertisement

এএম/পিআর