জাতীয়

ফাঁকা রাস্তা মোটরসাই‌কে‌লের দখলে, নেই হেল‌মেট না আছে মাস্ক

সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। রাজধানীর নীলক্ষেতের অদূরে ইডেন মহিলা কলেজের সামনে সারিবদ্ধভাবে পার্কিং করা অসংখ্য মোটরসাইকেল। রাস্তার দুপাশে ঈদের নতুন পোশাক পরা ২৫-৩০ জন মোটরসাইকেল চালক-আরোহীকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।

Advertisement

তাদের মাঝে কিশোর, তরুণ-তরুণী ও শিশুর সংখ্যাই বেশি। তাদের মধ্যে কয়েকজন বয়স্ক মোটরসাইকেল চালক ও আরোহী গৃহবধূ ও শিশুও ছিল। সেখানে বেশ কয়েকজন সেনা সদস্য তখন তাদের কাছে মোটরসাইকেলের কাগজপত্র, হেলমেট ছাড়া একাধিক যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানো এবং মাস্ক না পরার কারণ জানতে চাইছিলেন।

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি তারা জানেন কি না, তাও জিজ্ঞাসা করছিলেন। অধিকাংশের মুখে কথা নেই। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন তারা। মঙ্গলবার (২৬ মে) ঈদের দ্বিতীয় দিনে জাগো নিউজের এ প্রতিবেদকের চোখে এ দৃশ্য ধরা পড়ে। জানা গেল, করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে অসচেতন মোটরসাইকেল চালক ও আরোহীদের ভালোভাবে অবহিত করতে সেনা চেকপোস্ট বসানো হয়েছে। তবে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের এ কার্যক্রমের ফটোগ্রাফ বা ভিডিও ধারণ করতে এ প্রতিবেদককে অনুমতি দেননি। একজন সদস্য বলেন, তারা আইএসপিআরের মাধ্যমে যা জানানোর গণমাধ্যমকে জানিয়ে থাকেন।

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। সবচাইতে ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। স্বাস্থ্য অধিদফতর থেকে করোনাভাইরাস সম্পর্কিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রতিদিনই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়ে থাকেন।

Advertisement

কিন্তু কে শোনে কার কথা। ঈদ উপলক্ষে নগরীর অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা থাকায় রাজপথ কিশোর-তরুণদের মোটরসাইকেলের দখলে চলে গেছে। বিভিন্ন সড়কে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ছুটে চলছেন।

এক একটি মোটরসাইকেলে সর্বনিম্ন দুজন থেকে সর্বোচ্চ চারজন পর্যন্ত আরোহী দেখা গেছে। তাদের মধ্যে অধিকাংশ চালকের মাথায় হেলমেট নেই, নেই মুখে মাস্ক। একাধিক আরোহী নিয়ে মোটরসাইকেল বেপরোয়াভাবে চালানোর কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এখন মোটরসাইকেলের পড়ে রাস্তায় প্রাইভেটকার বেশি চলছে। রাস্তা ফাঁকা পেয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল উভয় চালকই ট্রাফিক সিগন্যাল না মেনে দ্রুতগতিতে চলাচল করায় দুর্ঘটনার অধিক ঝুঁকির সৃষ্টি হচ্ছে।

স্বাস্থ্যসচেতনতায় আজ শেষ বিকেলে ইডেন মহিলা কলেজের সামনে রাস্তায় সেনাসদস্যদের কার্যক্রম দেখা গেলেও নগরীর বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।

Advertisement

এমইউ/জেডএ/পিআর