সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গুদিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গুদিবাড়ি গ্রামের ময়দান আলীর ছেলে রিপন (৩৫) ও আনছারের ছেলে আশরাফুল (১৬)। আহতরা হলেন বাহারাম, হবিবর, গাজীউল, আশরাফুল ও আক্তারসহ উভয় গ্রুপের ২০ জন।
স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের জেরে উপজেলার কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি গ্রামে বাহারাম গ্রুপ ও শামসাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বাহারাম গ্রুপের রিপন ও শামসাদ গ্রুপের আাশরাফুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে রিপন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আশরাফুল মারা যান। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Advertisement
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর