আন্তর্জাতিক

করোনাজয়ী স্পেনে ১০ দিনের শোক ঘোষণা

 

স্পেনে করোনাভাইরাস মহামারিতে মৃতদের শ্রদ্ধা জানাতে ১০দিনের শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুরু হয়ে আগামী ১০ দিন দেশজুড়ে শোক পালন করা হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান সরকারের মুখপাত্র মারিয়া জেসুস।

Advertisement

বর্তমানে মৃত্যু কমে এলেও করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইউরোপের এই দেশটি। সেখানে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন প্রায় ৩০ হাজার মানুষ।

বিশ্বে যে কয়েকটি দেশ করোনা ভয়াবহ তাণ্ডবের শিকার হয়েছে; স্পেন সেসব দেশের অন্যতম। দেশটির সরকারের মুখপাত্র মারিয়া জেসুস মন্টিরো বলেছেন, করোনায় মৃতদের শ্রদ্ধা জানাতে সরকার ১০ দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, এই সময়ে দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে।

Advertisement

ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৮৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। করোনা সংক্রমণ এবং মৃত্যু কমে আসায় দেশটিতে লকডাউনে শিথিলতা আনা হয়েছে।

নতুন বেশ কিছু বিধানের সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবন। খুলে দেয়া হয়েছে ব্যবসা-প্রতিষ্ঠান, কলকারখানা ও গণপরিবহন।

সূত্র: রয়টার্স।

এসআইএস/এমএস

Advertisement