খেলাধুলা

খুলনাকে জিততে দেননি সাইফুদ্দিন

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে খুলনা বিভাগকে জয় বঞ্চিত রেখেছেন ঢাকার সাইফুদ্দিন। দিনের শেষ পর্যন্ত দারুণ লড়াই করে অপরাজিত ৬৪ রান করেই নায়ক হয়ে যান ঢাকার এই ব্যাটসম্যান।মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ৩৭ রান নিয়ে ব্যাট করতে নামে ঢাকা বিভাগ।  ৪৩৩ রানে পিছিয়ে থেকে দিনের শুরুটা ভালোই করে তারা। আব্দুল মাজিদ ও রকিবুল হোসেন ৮৪ রান করে দলের প্রাথমিক বিপর্যয় কাটান। কিন্তু দলীয় ১২১ রানে এই দুই ব্যাটসম্যান ফিরে গেলে আবার চাপে পড়ে যায় তারা। ১৯৯ বলে আব্দুল মজিদ করেন ৬০ রান। আর রকিবুল হাসান করেন ৩৪ রান। এরপর নাদিফ চৌধুরীকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাইফুদ্দিন। তবে দলীয় ১৫৯ রানে নাদিফ (৩০) ফিরে গেলে নাকি পথ টুকু একাই সামলে নেন সাইফুদ্দিন। এরপর মোশারফ হোসেন এবং মোহাম্মদ মাসুম উভয়ই ১ রান করে ফিরে যান। তবে এই ১ রান করতে মোশারফ খেলেন মূল্যবান ৪০টি বল এবং মাসুম খেলেন ১৮টি বল।শেষদিকে সগির হোসেন দারুণ সঙ্গ দেন সাইফুদ্দিনকে। সগির মাত্র ৮ রান করলেও বল মোকাবেলা করেন ৭৬টি। আর অপর প্রান্তে দুর্দান্ত ব্যাট করে ১৯১ বল খেলে ৮টি চার এবং ১টি ছক্কায় শেষ পর্যন্ত ৬৪ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। ফলে দিন শেষে আট উইকেটে ২৩৩ রান করে ঢাকা বিভাগ। এরপর ফলাফল আসবে না জেনে ড্র মেনে নেয় দুই দল।খুলনার পক্ষে ৭০ রান দিয়ে মেহেদী হাসান মিরাজ তুলে নেন তিনটি উইকেট। এছাড়া আবু বক্কর পান দুটি উইকেট। প্রথম ইনিংসে খুলনা বিভাগ ১১৭ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান, নুরুল হাসান এবং এনামুল হকের শতকে সাত উইকেটে ৫০৬ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেন খুলনা। ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে ১৫৪ রানে অলআউট হয়।আরটি/এএইচ/আরআইপি

Advertisement