চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্ব ব্যাংক। মঙ্গলবার বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। তবে সরকার যেখানে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির আশা করছে সেখানে বিশ্ব ব্যাংকের প্রবৃদ্ধির এমন পূর্বাভাস মানতে নারাজ পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সব কথা আমরা মানবো না। তারা সব সময় ঠিক কথা বলেনা। তারা একেক সময় একেক কথা বলে। বিশ্ব ব্যাংক নিজের প্রতিবেদনে অবশ্য বাজেটে নির্ধারিত প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেও সরকারকে পরামর্শ দিয়েছে।প্রতিবেদনে আরো বলা হয়- চলতি অর্থবছরেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে। রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতির গতি কমিয়ে দেবে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।সরকার এ অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা করলেও গত জুনে বিশ্ব ব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়, এটি ৬ দশমিক ৩ শতাংশের বেশি হবে না।সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকার চলতি অর্থ বছরের বাজেটে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ধরেছে সেটা অর্জন করা সম্ভব। তবে এজন্য বেসরকারি খাতে বিনিয়োগ বর্তমানের চেয়ে অনেক বাড়াতে হবে।তিনি বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা ভালো। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল পথে আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো। ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণও কম। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে।সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রধান জোহান্স জুট উপস্থিত ছিলেন। এসএ/এসএইচএস/আরআইপি
Advertisement