দেশজুড়ে

মির্জাপুরে এক পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলের মির্জাপুরে এক পরিবারের পাঁচজনসহ নতুন করে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। মঙ্গলবার (২৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

Advertisement

আক্রান্তরা হলেন উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর শীতারচালা গ্রামের এক ব্যক্তি (৩৫), তার স্ত্রী (২৭), ছোট ভাইয়ের স্ত্রী (২৮), বোন জামাই (৪৫) ও ভাগিনা (২০)। অপর ব্যক্তি উয়ার্শী ইউনিয়নের নাজমুল খান (৪০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানায়, ১৯ মে ২০ জন এবং ২১ মে ১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে উপজেলার লতিফপুর শীতারচালা গ্রামের স্বামী-স্ত্রীসহ এক পরিবারের পাঁচজন এবং উয়ার্শী ইউনিয়নের এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এর আগে সোমবার (২৫ মে) পুলিশের এক কনস্টেবলসহ ছয়জন করোনায় আক্রান্ত হন। দুইদিনে ১২ জন করোনায় আক্রান্ত হওয়ার খবরে উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, ঢাকা ও গাজীপুর জেলার সীমান্তবর্তী হওয়ায় এখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য উপজেলাবাসীকে অনুরোধ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, উপজেলা প্রশাসন মানুষকে সচেতন করতে নানামুখী প্রচারণা চালাচ্ছে। ঈদের দিন ছয় বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে।

এস এম এরশাদ/এএম/পিআর

Advertisement