সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর নগরীর দর্শনা এলাকার ‘পল্লী নিবাস’ বাসভবনটি লকডাউন ঘোষণা করা হয়েছে। তার ছেলে সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের দেহরক্ষীর করোনা শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়।
Advertisement
মঙ্গলবার (২৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাদ এরশাদের একান্ত ব্যক্তিগত সহকারী আফজাল হোসেন।
তিনি জানান, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা যৌথভাবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের দর্শনা এলাকার বাসভবন পল্লী নিবাস লকডাউন করেছে। সেখানে অবস্থানরত রংপুর-১ আসনের সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদসহ স্টাফদের ২২ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
আফজাল হোসেন আরও জানান, এর আগে গত শনিবার (২৩ মে) রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাদ এরশাদের দেহরক্ষী আব্দুল্লাহিল কাফি শিবলুর করোনা পজিটিভ আসে। এ কারণে সরকারি নির্দেশনায় ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে পল্লী নিবাসে জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও জনসাধারণের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
Advertisement
জিতু কবীর/আরএআর/জেআইএম