দেশজুড়ে

ঈদের দিন নিজে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বসবাসরত করোনাভাইরাস সংক্রমিত নিজ বাড়িতে অবস্থানকারীদের বাড়িতে ঈদ উপলক্ষে শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সকাল সাড়ে ১০ থেকে বিকেল পর্যন্ত মহারাজপুর, গোবরাতলা, ঝিলিম, বারঘরিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন মহল্লায় বসবাসকারী করোনা পজিটিভদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে এ উপহার তুলে দেন তিনি।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমিত হয়ে সদর উপজেলায় এ পর্যন্ত ২২ জন ব্যক্তি নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন । তারা প্রত্যেকেই এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছেন।

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে করোনা আক্রান্তদের পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে পোলাওয়ের চাল, চিনি, দুই প্রকারের সেমাই, গুড়ো দুধ, সুজি ও বিস্কুট প্রদান করা হয়। তাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।

মোহাঃ আব্দুল্লাহ/এমএএস/পিআর

Advertisement