গাইবান্ধায় স্ত্রী শোভা রাণীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মো. জেলাল মিয়ার (৩৬) তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। জেলার সিনিয়র জুডিশিয়াল-২ আদালতের (ফুলছড়ি) বিচারক মো. ওয়াহিদুজ্জামান মঙ্গলবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জেলাল মিয়া সদর উপজেলার চুনিয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে। বর্তমানে জেলাল মিয়া পলাতক রয়েছেন। মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালে ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের কাওছার আলীর মেয়ে শোভা রাণীর সঙ্গে জেলাল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী জেলাল মিয়া তার স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু শোভা রাণী ও তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে জেলাল মিয়া শোভাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বাধ্য হয়ে শোভা রাণী বাদী হয়ে ২০১৪ সালে যৌতুক নিরোধ আইনে স্বামী জেলাল মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন। শোভা রাণীর আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন জানান, মামলার সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারা মোতাবেক বিচারক স্বামী জেলাল মিয়ার তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। আদালত পরিদর্শক মো. আবদুল মজিদ জানান, মামলার রায়ের সময় আসামি জেলাল মিয়া অনুপস্থিত ছিলেন। তাই জেলাল মিয়া যেদিন গ্রেফতার হবেন সেদিন থেকে রায়ের মেয়াদ গণণা শুরু হবে।অমিত দাশ/এআরএ/আরআইপি
Advertisement