দেশজুড়ে

ক‌রোনা আক্রান্তদের বাড়িতে ঈদ উপহার নিয়ে হাজির ইউএনও

ক‌রোনায় আক্রান্ত ব্য‌ক্তি, তার প‌রিবার ও প্র‌তি‌বেশী‌দের বাড়িতে ঈদ উপহার পাঠিয়েছেন রাজবাড়ীর বা‌লিয়াকান্দি উপ‌জেলা নির্বাহী অফিসার একেএম হেদা‌য়েতুল ইসলাম।

Advertisement

‌সোমবার সকালে ঈদের নামাজ আদায় শে‌ষে ঘুরে ঘুরে উপ‌জেলার জামালপুর ইউনিয়নের বাকছিরডাংগী গ্রা‌মের ৬টি ও জংগল ইউনিয়নের ১৯টি পরিবারের মা‌ঝে এ ঈদ উপহার দেন ইউএনও। এ দুই ইউনিয়‌নে ক‌রোনায় আক্রা‌ন্তের সংখ্যা ১৩ জন।

ঈদ উপহারে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি বড় সেমাই, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ১ কেজি বুটের ডাল, ৩ হালি ডিম, ২০০ গ্রাম গুড়াদুধ ও ১ কেজি চিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, স্থানীয় ইউপি সদস্য ও করোনা প্রতিরোধ ওয়ার্ড কমিটির সদস্যসহ অনে‌কে।

Advertisement

উপ‌জেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, উপজেলায় করোনায় আক্রান্ত ও পার্শ্ববর্তী লকডাউন করা পরিবারগুলো কোনো প্র‌য়োজ‌নে যেন বাড়ির বাইরে না আসে সে ল‌ক্ষ্যে আক্রান্ত ব্য‌ক্তি ও তার পার্শ্ববর্তী মোট ২৫টি প‌রিবা‌রে ঈদ উপহার পৌঁছে দি‌য়েছি। বর্তমান পরিস্থিতিতে সবার উচিত ঘরে থাকা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া জনসমাগম পরিহার করা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

রুবেলুর রহমান/এফএ/পিআর