দেশজুড়ে

ঈদের দিনও ত্রাণ দিলো সেনাবাহিনী

করোনা দুর্যোগের শুরু থেকে পঞ্চগড়ে নানা ধরনের সচেতনতামূলক কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ মে) ঈদের দিন অসহায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন সেনাসদস্যরা।

Advertisement

সোমবার দুপুরে জেলা শহরের রামের ডাংগা ও পুরাতন ক্যাম্প এলাকায় শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন সেনাসদস্যরা।

সৈয়দপুর সেনানিবাসের ক্যাপ্টেন রিয়াসাদ ও ক্যাপ্টেন গালীবের নেতৃত্বে সেনাসদস্যের একটি দল এসব ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণের মধ্যে ছিল চাল-ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। ঈদের দিন সেনাবাহিনীর এমন উপহার পেয়ে খুশি হন স্থানীয় গরিব ও দুস্থরা।

সফিকুল আলম/এএম/পিআর

Advertisement