খেলাধুলা

করোনার সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়ে এএফসির চিঠি

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ফুটবল আবার মাঠে ফেরার অপেক্ষায় বিভিন্ন দেশে। ইউরোপের কয়েকটি দেশে তো ফুটবল শুরুই হয়েছে।

Advertisement

এখন এশিয়ার দেশগুলোর কী অবস্থা তার খোঁজখবর নিচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি তাদের সদস্য দেশগুলোকে চিঠি দিয়ে করোনাভাইরাসের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এএফসির চিঠি পেয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘এএফসি চিঠি দিয়ে আমাদের কাছে জানতে চেয়েছে এখানে করোনাভাইরাসের সর্বশেষ অবস্থা কী? ঘরোয়া ফুটবল নিয়ে বিভিন্ন দেশ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। কোন দেশ লিগ সমাপ্ত ঘোষণা করেছে, কোন দেশ বাতিল করেছে। আমরা যেমন মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করেছি। এখন এএফসির সবচেয়ে বড় চিন্তা এএফসি কাপ নিয়ে।’

কবে শুরু হতে পারে এএফসি কাপ? বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ‘এএফসিকে সেটা সিদ্ধান্ত নিতে হলে অনেক কিছু বিবেচনা করতে হবে। এএফসি কাপের ক্লাবগুলোর মধ্যে তাদের দুই-একটি দেশের অবস্থা স্বাভাবিক হলেই তো হবে না। বিমান চলাচলের নিষেধাজ্ঞাও উঠতে হবে। এমন অনেক বিষয় আছে। তাই এএফসি কাপ যে কবে শুরু করতে পারবে সেটা এখনও বলার সময় আসেনি।’

Advertisement

এএফসি কাপে বাংলাদেশ থেকে দুটি দল ছিল। আবাহনী বাদ পড়েছে প্রাক-বাছাই থেকে। বসুন্ধরা কিংস খেলছে গ্রুপ পর্বে। একটি ম্যাচ শেষও করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

গত ১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস এএফসি কাপে নিজেদের অভিষেক ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে। পাঁচ গোলের ৪টিই করেছিলেন মেসির সতীর্থ বার্কোস।

আরআই/এসএএস/এমএস

Advertisement