দেশজুড়ে

ফেনীতে নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত

ফেনীতে নতুন করে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৩ জন। রোববার (২৪ মে) রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক যুবক। সম্প্রতি সেখান থেকে ফেরার পর গত শনিবার (২৩ মে) তার নমুনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। অন্যদিকে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়ন ও রাজাপুর ইউনয়নে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের একজন ভূমি কর্মকর্তা ও অপর দুইজন ঢাকাফেরত। গত ১৯ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। অপর দুইজন সোনাগাজী সদর ও মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা।

এ পর্যন্ত ফেনীর এক হাজার ২৩৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে এক হাজার ৯৫ জনের প্রতিবেদন আসে।

সব মিলিয়ে ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩ জনে। এর মধ্যে সদর উপজেলার ২৩ জন, ছাগলনাইয়ার ১৩ জন, দাগনভূঞার ১৪ জন, সোনাগাজীর ৯ জন, পরশুরামের সাতজন ও ফুলগাজীর চারজন। অপর তিনজন মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।

Advertisement

রাশেদুল হাসান/আরএআর/এমএস