দেশজুড়ে

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার তিতাসে হাজি নবীর হোসেন নবী (৬০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার জগতপুর ইউনিয়নের জগতপুর কৈয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত নবীর হোসেন নবী ওই গ্রামের মৃত তালেব আলীর ছেলে এবং জগতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আরএআর/এমএস

Advertisement