দেশজুড়ে

কুষ্টিয়ায় ৫ দিনব্যাপী লালন স্মরোণৎসবের সমাপ্তি

মরমী সাধক বাউল ফকির লালন শাহের ১২৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার লালন মাজারে আয়োজিত পাঁচদিনব্যাপী লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিতকতা শেষ হবে মঙ্গলবার। তবে গ্রামীণ মেলা চলবে আরও কয়েক দিন। সাধু সঙ্গ শেষে বিদায় নিয়েছেন প্রকৃত লালন অনুসারীরা। লালন ভক্ত দর্শনার্থীদের এমন গানের আসর বিকেল থেকে আর খুঁজে পাওয়া যাবে না। তবে দর্শনার্থীরা এখনো উৎসব আঙিনায় ঘুরে বেড়াচ্ছেন। জানা গেছে, মরমী সাধক বাউল ফকির লালন শাহ দেহ রাখার পর থেকে প্রতি বছর পহেলা কার্তিক তার স্মরণোৎসব হয়ে আসছে। মঙ্গলবার রাতে বাউল ফকির লালন শাহের স্মরণে পাঁচদিনব্যাপী স্মরণোৎসবের সমাপণী ঘটবে। পরম সাঁইকে পেতে গত পাঁচদিন-পাঁচ রাত ভক্তি আর শ্রদ্ধা দিয়ে ভক্তরা তাদের গুরু ভক্তি জানিয়েছেন। তবে মাজার প্রাঙ্গনে হৈ চৈ করে লালনের গুরুত্বকে বিনষ্ট করা ঠিক নয়। এমন দাবি লালন ভক্ত বাউলদের। অপরদিকে মেলার সময় বৃদ্ধিসহ সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি দর্শনার্থীদের।    বাউলরা জানান, ত্যাগে মন ভরবে, ত্যাগেই ধর্ম। পার্থিব জীবনে তাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। যারা গুরু মতবাদে বিশ্বাসী না ফেতনা-ফ্যাসাদ করে, হৈ চৈ করতে আসেন তাদেরকে অন্তত মাজারের ভেতরে আশ্রয় দেয়া ঠিক নয়। লালনের গুরুবাদী ধর্মকে যদি বিশ্লেষণ করা যায় তা হলে অবশ্যই পরিবারে কেউ না কেউ গুরুবাদী ধর্মে দীক্ষিত-আশ্রিত হয়। এতে মন নিয়ন্ত্রিত হয় মন নিয়ন্ত্রিত হলে রাগ-হিংসা-বিদ্বেষ-কাম থেকে মুক্তি পাওয়া যায়। এমন বিশ্বাস বাউল লালন গবেষকগণের।

Advertisement

এদিকে লালনের গানে মুগ্ধ হয়ে তার দর্শনে এসেছেন অনেক বিদেশি পর্যটকরাও। লালন মেলায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি সময় বৃদ্ধিরও দাবি জানেিয়ছে লালন মেলায় আগত দর্শনার্থীরা। মঙ্গলবার বিকেলে পাঁচদিনব্যাপী স্মরণোৎসব শেষ হওয়ার ঘোষণায় অনেক দোকানি গ্রামীণ মেলার মাঠ থেকে গুছিয়ে নিচ্ছেন। তবে অনেক দোকানিরা অধিক ব্যবসার আশায় থাকবেন আরও কদিন। মেলায় আগত দোকানিরা অভিযোগ করে বলেন, বছরে এখানে দুটি উৎসবে দোকানদার, দর্শনার্থীসহ কয়েক লাখ মানুষের আগমন ঘটে। কিন্তু সে অনুপাতে এখানে নেই স্যানিটেশনসহ অতিথিদের থাকবার ব্যবস্থা। মানুষ ভজলে সোনার মানুষ হবি, সুন্নত দিলে হয় মুসলমান, তাতে নারীর হয় কি বিধান এমন অনেক আধ্মাতিক গান আর মরমী সাধক লালনের জীবনাদর্শন নিয়ে আলোচনায় মুখরিত ছিল ছেঁউড়িয়ার লালন মাজার। আবার ফিরে আসবে দোল উৎসবে এমন পরিবেশে। সেই অপেক্ষায় সকল লালন ভক্তদের।  আল-মামুন সাগর/এমজেড/আরআইপি