দেশজুড়ে

বড়াইগ্রামে নিহতদের স্মরণে শোকসভা : ১৭ দফা সুপারিশমালা

শোকাবাহ পরিবেশের মধ্যে দিয়ে পালিত হলো নাটোরের বড়াইগ্রামের রেজুর মোড়ে ভয়াবাহ সড়ক দুর্ঘটনার এক বছর। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থলে বড়াইগ্রাম পৌরসভার আয়োজনে মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়। এসময় নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে দুর্ঘটনা রোধে প্রশাসনের ১৭ দফা সুপারিশমালা বাস্তবায়নের পাশাপাশি দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ এবং বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। নিহতের স্মরণে শোকসভা শেষে দুর্ঘটনাস্থলে বড়াইগ্রাম প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য দেন বড়াইগ্রাম পৌরসভার মেয়র ইসাহাক আলীসহ অন্যান্যরা। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, দুর্ঘটনার একবছর হলেও এখন পর্যন্ত এই মহাসড়কে দুর্ঘটনা কমেনি। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে ১৭ দফা সুপারিশ দেয়া হলে আজও তা বাস্তবায়ন না হওয়া ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে দুর্ঘটনা কমিয়ে ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মানের জোর দাবি জানান বক্তারা। উল্লেখ্য, গত বছর ২০ অক্টোবর বড়াইগ্রামের রেজুর মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন। রেজাউল করিম রেজা/এমজেড/পিআর

Advertisement