প্রবাস

কাতারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রোববার (২৪ মে) দেশটির জাতীয় মসজিদে মাত্র ৪০ জন নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া আর কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

Advertisement

এদিকে মহামারি করোনাভাইরাসের কারণে বাসায় ঈদের নামাজ আদায় করেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। কাজ না থাকায় ঈদ উপলক্ষে দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে পারেননি তারা। কেউ আবার দেশ থেকে খরচের টাকা এনে চলছেন।

কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী বলেন, কাতার সরকারের করোনা বিস্তার ঠেকাতে ও মানুষের জীবন বাঁচাতে ঈদের নামাজ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাশাপাশি জীবনে এই রকম ঈদ করেননি বলেও জানান কমিউনিটির এই প্রবীণ নেতা।

দেশটিতে করোনাভাইরাসে ৬ বাংলাদেশিসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৪ হাজার মানুষ। ৯ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

Advertisement

এমএসএইচ