দেশজুড়ে

দুস্থদের মাঝে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ-উপহার

নোয়াখালীর সেনবাগ উপজেলাধীন ৫নং অর্জুনতলা ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। রোববার ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ও ছিলোনিয়া বাজারের ভ্রাম্যমাণ বস্তিতে এই ঈদের উপহারসামগ্রী বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা।

Advertisement

সকাল ৯টায় স্থানীয় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে কঠোর স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দৈহিক দূরত্ব বজায় রেখে ঈদের উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের যৌথভাবে শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলোনিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ এবং ফাউন্ডেশনের চার সমন্বয়ক মোস্তফা কামাল, জাবের আহমেদ, আবু নাঈম ও এমরান হোসাইন বাপ্পি। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড-ভিত্তিক প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় দক্ষিণ মানিকপুর ওয়ার্ডের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ হারুনের বাড়ির সামনে এবং সকাল ১১টায় উত্তর ও দক্ষিণ গোরকাটা ওয়ার্ডের জন্য বটতলা বাজারে ঈদের উপহারসামগ্রী বিতরণ করা হয়। এরপর অবশিষ্ট পাঁচ ওয়ার্ডের জন্য প্রতিনিধিদের কাছে নিজ-নিজ ওয়ার্ডে বিতরণের জন্য উপহারসামগ্রী হস্তান্তর করা হয়।

Advertisement

সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় লজিস্টিকস কোম্পানি টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন বলেন, আমি সবসময়ই চেষ্টা করি দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সাধ্যমতো সামর্থ নিয়ে আমার এলাকার মানুষদের পাশে দাঁড়াতে। বিভিন্ন সংগঠনের ব্যানারে অত্র এলাকার যাবতীয় সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে আমি সবসময়ই উৎসাহ প্রদানের জন্য তাদের পাশে থাকার চেষ্টা করি। গত বছর থেকে আমার প্রতিষ্ঠিত ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’ এর ব্যানারেও আমি এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। ইনশা-আল্লাহ, যতদিন সম্ভব আমি সৈয়দ হারুন ফাউন্ডেশন এবং স্থানীয় অন্যান্য সামাজিক সংগঠনের সাথে একসাথে থেকে সাধারণ মানুষের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাব।

এমএআর/এমএস