বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টে মেসার্স রাতুল ইন্টারন্যাশনালের ছিনতাইকৃত ১১ লাখ টাকা উদ্ধারসহ চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার সময় বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠন বেনাপোল কাসটম হাউজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করে।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুজ্জামান সহসভাপতি খায়রুজ্জামান মধু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জামাল হোসেন, আলহাজ্ব মহাসিন মিলন প্রমুখ। বক্তারা বলেন, অতি দ্রুত চিহ্নিত ছিনতাইকারীসহ টাকা উদ্ধারের দাবি জানিয়ে বলেন, ছিনতাইকৃত টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।এ ঘটনায় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বেনাপোল কাস্টম ও বন্দরে কোনো কাজ করেনি সিঅ্যান্ডএফ এজেন্টসসহ বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠন। গত ৬ এপ্রিল বেনাপোল সোনালী ব্যাংকের সামনে থেকে রাতুল ইন্টারন্যাশনালের এক কর্মচারীর বুকে পিস্তল ঠেকিয়ে আমদানিকৃত পণ্য চালানের শুল্ক জমা দেয়ার ১১ লাখ টাকা ছিনতাই করে এক দল সন্ত্রাসী। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হলে পরে মামলাটি যশোর ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। গত ২৯ অক্টোবর এ ঘটনার সঙ্গে জড়িত হাফিজুর নামে এক সন্ত্রাসীকে আটক করে ডিবি পুলিশ। আদালতে স্বীকারোক্তি দেয়ার পরও ছিনতাইয়ের টাকা এখনো উদ্ধার করা যায়নি। তার জবানবন্দিতে বেনাপোলের কিছু চিহ্নিত সন্ত্রাসীর নাম উল্লেখ করা হলেও তাদের আটক করতে পারেনি পুলিশ। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পূব হাসান জাগো নিউজকে বলেন, হাফিজুরের জবানবন্দিতে যে সকল ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে, অচিরেই তাদের গ্রেফতার করা হবে। মো. জামাল হোসেন/এমজেড/পিআর
Advertisement