প্রবাস

ইতালিতে প্রবাসীদের ঈদ উদযাপন

 

ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। রোববার ইউরোপের অন্যান্য দেশে একই দিনে সিয়াম সাধনার একমাস অতিবাহিত হওয়ার পর ঈদ পালন করেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য ইসলাম ধর্মালম্বী মুসলমানরা।

Advertisement

করোনা সমস্যায় বিগত বছরের তুলনায় এ বছর একটু ভিন্নভাবে মুসলমানদের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর অন্যতম এ উৎসব পালন করা হয়। এ দিনটি উপলক্ষে রোমের ব্যস্ততম এলাকা লারগো প্রেনেসতে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায় এতে কয়েক শতাধিক মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। এরপর যথারীতি দ্বিতীয় জামাত শুরু হয় সকাল সাড়ে আটটায়। প্রায় এক ঘণ্টার ব্যধধানে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। মহামারি করোনাভাইরাসের মধ্যেও এই দিনে মোটামুটি চোখের পড়ার মতো মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে এ বছর কোভিড-১৯ এর কারণে প্রবাসীদের মনে আগের মতো তেমন আনন্দ দেখা যায়নি। নামাজ পরবর্তী সময়ে কিছু বিধিনিষেধ থাকায় কেউ কারো সাথে কোলাকুলি, হাত মুসাফা করার তেমন কোনও দৃশ্য চোখে পড়েনি। সবাই ইতালি সরকারের স্বাস্থ্যসম্মত নিয়ম মেনে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন। জামাতে ছিল প্রশাসনের কড়া নিরপত্তা ফলে সবাইকে একটু বাড়তি সতর্ক অবলম্বন করতে হয়েছে।

Advertisement

এত সমস্যার মাঝেও রোমে পিয়াচ্ছা ভিত্তোরিও, তরপিত্তারা, কাসিলিনা ভাঙা দেওয়া সংলগ্ন, সেন্তেশেল্লে দুটি স্থানসহ প্রায় ১১টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা।

লারগো প্রেনেসতে খোলা মাঠে জামাতের প্রশাসনিক ব্যবস্থায় সহযোগিতা করেন সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু এবং সার্বিকভাবে সহযোগিতা করেন বৃহত্তর ঢাকা সমিতি।

খোলা মাঠে নামাজ পড়তে আসা বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক মোল্লা ঈদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সত্যিকার্থে এ বছর ব্যতিক্রম একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনার ফলে আনন্দ অনেকাংশেই ভাটা পড়েছে। এরপরেও জামাতে নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আব্দুর রশীদ বলেন, করোনা বিপর্যস্ত দেশ ইতালি জামাতে নামাজ পড়তে পারব কিনা সেটাই অনিশ্চিত ছিল। পড়তে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

Advertisement

একই সংগঠনের প্রচার সম্পাদক মুহিব হাসান বলেন, কঠিন সময় পার করছি আমরা। এর মধ্যে সরকার লকডাউন শিথিল করায় সেই সুবাদে আজকে সবাই নিয়ম মেনে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।

এমআরএম/এমকেএইচ