মডেল চিত্রনায়ক আমান রেজা। প্রায় ১২ বছরের ক্যারিয়ারে সিনেমা করেছেন ৪০টির মত। মুক্তি পেয়েছে ২৮টি বিজ্ঞপন। এছাড়াও বহু নাটক-টেলিফিল্মে দেখা গেছে তাকে।
Advertisement
২০০৭ সালে 'লুক এট মি' মডেলিং হালকা ঝলক এবং সিনেমা দিয়েই শুরু সিনেমা যাত্রা। 'যেখানে তুমি সেখানে আমি' সিনেমায় সাইন করেন শওকত জামিলের। তবে শুটিং শুরু হয় দ্বিতীয় ছবির 'সেই তুফান'। কিন্তু মুক্তি পেয়েছে পঞ্চম ছবি রেজা লতিফের 'ভালোবাসার শেষ নেই'।
তিনি ইন্টারন্যাশনাল ছবিতেও অভিনয় করেছেন। বর্তমানে অবস্থান করছেন নিজ গৃহে। করোনায় পাওয়া অবসর কাটছে কীভাবে তার? জানালেন জাগো নিউজের কাছে। লিখেছেন অরণ্য শোয়েব-
জাগো নিউজ : গৃহবন্দি জীবন কাটছে কেমন?আমান রেজা : ২৬ শে মার্চ থেকে আমি বাসায় আছি। শুধু ২৮ তারিখ আমার বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম। এরপর থেকে আর বের হইনি।
Advertisement
জাগো নিউজ : অবসরে কি করছেন ?আমান রেজা : ছাদে উঠি একটু হাঁটাহাটি করি ইফতারের আগে। চ্যানেলের ইন্টারভিউ থাকে পত্রিকা অনলাইন, তাদের সময় দিচ্ছি। এছাড়াও নয়নতারা হাউজিং লিমিটেড নামে একটি নাটকে ঘরে বসেই শুটিং করেছি ৮ থেকে ৯ দিন।সাত পর্ব ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং আরো দুই তিনটা পর্বের শুটিং করছি আমরা যে যার ঘর বসে মোবাইল থেকে।সিনেমা দেখছি, বই পড়ছি। ব্যায়াম করছি। নিজেকে একটু ফিট রাখছি।
জাগো নিউজ : সবশেষ ব্যাস্ততা ছিল কি নিয়ে ?আমান রেজা : ব্যস্ত তো কত কাজ নিয়েই থাকতে হয়। নিজের ব্যক্তিগত কাজ থাকে। চ্যানেলের কাজ থাকে। পারিবারিক কিছু থাকে। এর মধ্যে মোট চারটি বিজ্ঞাপন ছিল সরকারি এবং করোনা রিলেটেড। ২৩ শে মার্চ পর্যন্ত শুটিংটা করেছি।
জাগো নিউজ : করোনাতে আপনার উপলদ্ধি কি ?আমান রেজা : আমাদের অনেক সহানুভূতিশীল হতে হবে। একে অপরের সাথে এবং আস্থার সাথে সবার সাথে থাকতে হবে। এই পৃথিবী পশু পাখি প্রকৃতির সবার এই চিন্তা করতে হবে। শুধু আমরাই ডমিনেট করবো সেটা হবে না।
জাগো নিউজ : রমজান মাসে বিশেষ কাজটি কি করছেন ?আমান রেজা : এখন সিয়াম সাধনার মাস। পবিত্র রমজান মাস। রোজা রাখছি। নামাজ পড়ছি। আমার জন্মদিন উপলক্ষে মা কিছু মানুষকে খাবার দিয়েছেন। তাকে সাহায্য করলাম।
Advertisement
জাগো নিউজ : ঘরবন্দি ঈদের পরিকল্পনা কি ?আমান রেজা : পুরো সময়টাই এখন পরিবারের সাথে কাটছে। ঈদটাও পরিবারের সাথে কাটাতে চাই। বাইরে যাওয়ার তো সুযোগ নেই। কষ্টটা বেশি। করোনার ঈদে নিজের সন্তানের মুখও দেখা হবে না। খুব ভাবি, আমরা আসলে কতটা অসহায়। কিছুই বলার নেই। পুরো পৃথিবী সুস্থ হোক এটাই চাই।
জাগো নিউজ স্পেশাল :১/ আপনার অপছন্দের অভিনেতা কে ?উত্তর : হিরো আলম। লোকে তাকে নায়ক বলে ইন্ডাস্ট্রিকে কমেডিয়ানদের আখড়া ভাবে। আমি এই লোকটাকে নিতেই পারি না।
২/ নায়ক এবং প্রযোজক একসঙ্গে হলে কোন নায়িকাকে ফিল্মে নিবেন?উত্তর : গল্প যাকে ডিমান্ড করবে আমি তাকেই নিবো। আমার নিজের কোনো পছন্দ নেই।
এলএ/এমকেএইচ