দেশজুড়ে

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিশু নিহত : সড়ক অবরোধ

রংপুর নগরীর দর্শনা মোড় এলাকায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় তিন শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ঘাতক বাসচালককে আটক, ওই এলাকার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থা চালু করাসহ ওভার ব্রিজ স্থাপনের দাবিতে মঙ্গলবার দুপর ১২টা থেকে একটা পর্যন্ত ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।  এসময় উভয় পাশে যান চলাচল বন্ধ হলে সারাদেশের সঙ্গে রংপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবরোধ কার্যক্রমে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সানাউল্লাহ সানা, কারমাইকেল কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি জাকারিয়া শিবলু প্রমুখ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।প্রসঙ্গত, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলযোগে বাস টার্মিনালের দিকে যাবার সময় জিসান পরিবহনের একটি বাস ওই এললাকার আব্দুল মমিনের ছেলে শরিফুল, সালাম ও তাদের মামাতো বোন সুমাইয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমাইয়া এবং হাসপাতালে নেয়ার পর শরিফুল ও সালাম মারা যায়।জিতু কবীর/এমজেড/পিআর

Advertisement