পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মুসলমান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
Advertisement
রোববার (২৪ মে) এক বিবৃতিতে তারা এ শুভেচ্ছা জানান।
তারা বলেন, চলমান বৈশ্বিক মহামারি করোনা সংকটের মধ্যে এবার বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের জন্য রমজান ও ঈদ এসেছে। তাই এবারের রমজান ও ঈদ অন্যরকম। রমজান মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকাসহ সংযমের প্রকৃত চেতনায় মুসলমানরা এবার রমজান পালন করেছেন। আর সংযমের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবারের ঈদও সংযমের ঈদ। এবারের ঈদ, আনন্দের ঈদ নয়, শপিং-কেনাকাটা-নতুন পোশাক পরা-ভুরিভোজন-রসনাবিলাসের ঈদ না। এবার আনন্দের খরচ বাঁচিয়ে করোনা সংকটে বিপর্যস্ত কর্মহীন-আয়হীন-নিরুপায়-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের আনন্দ।
নেতৃবৃন্দ আরও বলেন, এবারের রমজান ও ঈদ বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের জন্য সংযম ও আনন্দ প্রকাশের এই নতুন ধারা শিক্ষণীয় হয়ে থাকবে।
Advertisement
জাসদ নেতৃদ্বয় ঈদে দেশের মুসলমান সম্প্রদায়সহ সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষা, সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।
এফএইচএস/এফআর/এমএস