আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের ‘সুখবর’ ছড়াতেই মডার্নার শেয়ারে রকেটগতি

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সম্ভাব্য ভ্যাকসিন (প্রতিষেধক) তৈরির দৌড়ে নেমেছে যে কয়টি প্রতিষ্ঠান তার মধ্যে বেশ অগ্রভাগেই আছে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ভ্যাকসিন ট্রায়ালে আশাব্যঞ্জক ফল মিলেছে। এ খবর ছড়াতেই হু হু করে বেড়ে গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর। বিনিয়োগকারীরাও হন্যে হয়ে ছুটছেন তাদের দিকে। এই সুযোগে প্রতিষ্ঠানটির দুই শীর্ষ কর্মকর্তা নিজেদের ভাগের শেয়ার বিক্রি করে লাভ করেছেন অন্তত ২৫ মিলিয়ন ডলার।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, করোনার ভ্যাকসিন ট্রায়ালের তথ্যপ্রকাশের পর গত সোমবার মডার্নার শেয়ারের দাম বেড়ে গিয়েছিল একলাফে ৩০ শতাংশ। সেসময় কোনও বাজারজাত পণ্য না থাকলেও শেয়ারবাজারে তাদের মূল্য দাঁড়িয়েছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার।

এর পরপরই প্রতিষ্ঠানটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও চিফ মেডিকেল অফিসার (সিএমও) প্রায় ৩০ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে দেন।

গত সোমবার মডার্নার সিএফও লরেন্স কিম ১৯ দশমিক ৯ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেন। এতে তার লাভ হয়েছে অন্তত ১৬ দশমিক ৮ মিলিয়ন ডলার। পরেরদিন সিএমও ট্যাল জ্যাকস তার ভাগের শেয়ার বিক্রি করেন ৯ দশমিক ৭৭ ডলারে। এ থেকে তার লাভ হয় অন্তত ৮ দশমিক ২ মিলিয়ন ডলার।

Advertisement

প্রশ্ন উঠতেই দরপতনমডার্না কর্তৃপক্ষ তাদের ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল নিয়ে অতিমাত্রায় উচ্ছ্বসিত হলেও গত মঙ্গলবার তাদের দেয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট স্ট্যাট। তাদের দাবি, মডার্নার ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের ফলাফল কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে যথেষ্ট তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।

এরপরই মঙ্গলবার মডার্নার শেয়ারের দাম এক ধাক্কায় ১০ শতাংশ কমে যায়। সোমবার যেখানে তাদের শেয়ারের দর ৮৭ ডলারে উঠেছিল, পরদিনই তা নেমে যায় ৭০ ডলারেরও নিচে। বৃহস্পতিবার পর্যন্ত তাদের শেয়ারের দরপতন গিয়ে দাঁড়ায় ১৬ শতাংশে, অর্থাৎ প্রায় ৬৭ ডলারে।

তবে শুক্রবার ২ শতাংশ মূল্যবৃদ্ধিতে আবারও ঊর্ধ্বগতির মুখ দেখছে মডার্না। যদিও এর পেছনে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফওসির অবদান দেখছেন বিশ্লেষকরা। এদিন তিনিও মডার্নার ভ্যাকসিন নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন।

মডার্নার ভ্যাকসিন কতদূরগত সোমবার মডার্না কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আটজনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে প্রায় দেড় মাস তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এতে দেখা গেছে, স্বল্প ও মাঝারি পরিমাণে ভ্যাকসিন প্রয়োগে ওই ব্যক্তিদের শরীরে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রায় সমান বা আরও বেশি পরিমাণে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে।

Advertisement

তারা জানায়, ট্রায়ালে অংশ নেয়া ব্যক্তিদের কারও শরীরেই গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এ থেকে এখনও পুরোপুরি প্রমাণিত না হলেও আশা করা হচ্ছে, ভ্যাকসিনটি ব্যবহারে মানবদেহে কিছুটা হলেও ভাইরাস প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে।

আগামী জুলাই মাসেই ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষায় বড় পরিসরে হিউম্যান ট্রায়াল শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে মডার্না কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

কেএএ/এমকেএইচ