জয়পুরহাটে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৪ জন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন করোনা রোগী। জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে পাঠানো ৩২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে থাকা চারজন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে।
নতুন আক্রান্তরা হলেন- ক্ষেতলাল উপজেলার রামপুরা গ্রামের ২৫ বছরের এক নারী, ৭ বছরের শিশু, ৩৫ বছরের নারী, তালসন গ্রামের ২৭ বছরের যুবক, তেলাবদুল গ্রামের ১৮ বছরের তরুণী, নারায়ণপাড়া গ্রামের ১৯ বছরের তরুণ, ঠনঠনিয়া গ্রামের ৩৬ বছরের যুবক, কৃষ্ণনগর গ্রামের ২৪ বছরের যুবক,পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের ৩৫ বছরের নারী, রসুলপুর গ্রামের ২৫ বছরের নারী, ১২ বছরের শিশু ও সদর উপজেলার ৩৫ বছরের এক নারী।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আতাউর রহমান বলেন, ঢাকা, গাজীপুর নারায়ণগঞ্জসহ জেলার বাহির থেকে যে ব্যক্তিই জয়পুরহাটে আসছেন তাদের পুরোপুরি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।
Advertisement
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, জয়পুরহাটের ৯০ ভাগ করোনা রোগী ঢাকা,গাজীপুর ও নারায়ণগঞ্জফেরত। কিছু মানুষ এদের সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছে। এজন্য জেলার বাহির থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে আরও সচেতন হতে হবে।
রাশেদুজ্জামান/আরএআর