দিনাজপুরের হাকিমপুরে প্রতিপক্ষের ছোঁড়া অ্যাসিডে মোছা. মোরশেদা বেগম (২২) নামের এক গৃহবধূর মুখ ঝলসে গেছে। এ ঘটনায় প্রতিবেশী মো. বাবুল হোসেন মণ্ডল (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।মোরশেদা উপজেলার ঘট্টা মাধব পাড়া ইউনিয়নের দক্ষিণ মাধব পাড়া গ্রামের মো. ইলিয়াস আলীর স্ত্রী। মঙ্গলবার বেলা ১১টায় আটক মো. বাবুল হোসেন মণ্ডলকে আদালতে পাঠিয়েছে পুলিশ। হাকিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. হারুন-অর-রশীদ জাগো নিউজকে জানান, পূর্ব শক্রতার জের ধরে সোমবার রাত আটটার দিকে নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় প্রতিপক্ষের লোকজন জানালা দিয়ে উপজেলার ঘট্টা মাধব পাড়া ইউনিয়নের দক্ষিণ মাধব পাড়া গ্রামের মো. ইলিয়াস আলীর স্ত্রী মোছা. মোরশেদা বেগমকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে। এতে মোরশেদার মুখমণ্ডল, হাত, পা ঝলসে যায়। পরে তার আত্মচিৎকারে পরিবার লোকজন তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রতিবেশী মৃত চাঁন আলী মণ্ডলের ছেলে মো. বাবুল হোসেন মণ্ডলকে (৫৫) আটক করেছে। হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনায় আহত মোরশেদার স্বামী মো. ইলিয়াস আলী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।এমদাদুল হক মিলন/এমজেড/পিআর
Advertisement