করোনার মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে থাইল্যান্ডে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় প্রাণ হারায়নি। এমনকি নতুন করে কেউ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তও হয়নি।
Advertisement
চলতি মাসে এ নিয়ে চারবার এমন ঘটনা ঘটল। থাই সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের মুখপাত্র পানপ্রপা ইয়ংত্রাকুল এক বিবৃতিতে বলেন, রোববার নতুন করে করোনার কেস শনাক্ত হয়নি। তিনি বলেন, চলতি বছর চতুর্থবারের মতো কেউ আক্রান্ত হয়নি এবং মারা যায়নি।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটে। এরপর গত জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে।
থাইল্যান্ডে এখন পর্যন্ত ৩ হাজার ৪০ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৬ জন। ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৯২১ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৬৮টি। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৬১ জন।
Advertisement
টিটিএন/পিআর