ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ডের সভাপতি রুহুল কুদ্দুস তপন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।
Advertisement
শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টা ৫০মিনিটে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য ইব্রাহীম খলিল খোকনের ছোট ভাই।
জানা গেছে, রুহুল কুদ্দুস তপন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রিজেন্ট হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। অসুস্থ হাওয়ার আগ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে গেছেন তিনি।
এইউএ/এমএসএইচ
Advertisement